অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ

ফিলিস্তিনের কাছে হেরে বিদায় বাংলাদেশের

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০২:৫৭

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবল খেলেও ফিলিস্তিনের কাছে গ্রুপ পর্ব থেকে কার্যত বিদায় নিয়ে অলিম্পিক ফুটবল খেলতে টোকিও’র টিকিট পাওয়ার দৌড়টাও হারিয়েছে বাংলাদেশ যুবাদল। প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ১-০ গোলে হারেছিল লাল-সবুজ জার্সিধারী যুবারা।

২৪ মার্চ (রবিবার) সন্ধ্যা ৭টায় ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে জেমি ডে’র শিষ্যরা।

ম্যাচের ২২ মিনিটে গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। প্রথমার্ধে ভালো খেলেই লিড নিয়েছিল বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে ৯২ ধাপ এগিয়ে থাকা দলটি।

দ্বিতীয়ার্ধে এসেই মনে হলো নতুন একটা দল নামিয়েছেন জেমি ডে। তিনটি পরিবর্তন করে মাঠে বদলে গেলো বাংলাদেশ। কিন্তু বদলায়নি বাংলাদেশের ভাগ্য। দুটি সহজ সুযোগ পেয়েও ম্যাচে ফেরা হয়নি জেমির শিষ্যদের। না হলে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো লাল-সবুজের দেশ।

এক ম্যাচ হাতে রেখে বিদায় প্রায় নিশ্চিত হওয়া মানেই তো ব্যর্থতা। নিন্দুকেরা সেটাই বলবে; কিন্তু মধ্য প্রাচ্যের দুটি দেশের বিরুদ্ধে বাংলাদেশ যে লড়াকু ফুটবল খেলেছে তা প্রশংসার দাবি রাখে। ইংলিশ কোচ জেমি ডে’র ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশের ফুটবলের আরেকটি বিজ্ঞাপন হতে পারে বাহরাইনে এ দুটি ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত