টেস্টে বাংলাদেশকে হারিয়ে নিউজিল্যান্ডের নতুন ইতিহাস

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৬:১৮

সাহস ডেস্ক

বাংলাদেশে বিপক্ষে তিন টেস্ট সিরিজের এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নতুন এক ইতিহাস গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে এমন কীর্তি এর আগে কখনও দেখাতে পারেনি দলটি। বাংলাদেশকে দিয়েই গড়া হলো ইতিহাস।

১২ মার্চ (মঙ্গলবার) ওয়েলিংটনে টাইগারদের ইনিংস এবং ১২ রানে হারিয়েছে কিউইরা।

বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে জেতার পর ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। এই দলগুলো প্রত্যেকেরই টানা পাঁচটি টেস্ট সিরিজ জেতার রেকর্ড আছে।

তবে সব দলের হিসেবে বিশ্বরেকর্ড গড়তে এখনও অনেকটা পথ পারি দিতে হবে কেন উইলিয়ামসনের দলকে। টানা নয়টি করে টেস্ট সিরিজ জেতার কীর্তি আছে তিনটি দল-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের।

আগামী ১৬ মার্চ (শনিবার) ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। আর বিশ্বকাপের পর কিউইরা টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত