তৃতীয় টেস্টের দলের সঙ্গে ক্রাইস্টচার্চে যাবেন উইলিয়ামসন: স্টিড

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৫:৩৭

সাহস ডেস্ক

তৃতীয় টেস্টের দলের সঙ্গে ক্রাইস্টচার্চে যাবেন উইলিয়ামসন। সেখানে আরও একবার তার চোট পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। সেদিন পরে আর ফিল্ডিং করেননি। পরের দিন ব্যাট করার সময়ও তাকে অস্বস্তি বোধ করতে দেখা।

১২ মার্চ (মঙ্গলবার) এমআরআই স্ক্যান রিপোর্ট থেকে জানা যাচ্ছে, নিউজিল্যান্ড অধিনায়কের চোট একটু বেশিই।

আগামী ১৬ মার্চ (শনিবার) শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

উইলিয়ামসনের পাশাপাশি চোটগ্রস্ত বিজে ওয়াটলিং। মঙ্গলবার ওয়ার্ম আপ করেছেন তিনি। তবে কোচ জানিয়েছেন, ‘তৃতীয় টেস্টে ওয়াটলিং যাতে সুস্থ হয়ে ফিরতে পারেন, সে কারণেই অনুশীলন করেননি তিনি।’

স্টিড বলেন, ‘শেষ টেস্টে কেন (উইলিয়ামসন) নিঃসন্দেহেই খেলতে চান। কিন্তু আমরা আগে তার নিরাপত্তার কথাটা ভাবছি। বিশেষ করে বিশ্বকাপ যখন একেবারেই দরজার কাছে।’

আর ওয়াটলিংয়ের বিষয়ে কোচের ভাষ্য, ‘বিজের সামান্য হ্যামস্ট্রিং সমস্যা আছে। আশা করি তৃতীয় টেস্টে আগে সে ফিট হয়ে উঠবে।’

শেষ পর্যন্ত উইলিয়ামসন যদি খেলতে না পারেন, তাহলে বিকল্পও ভেবে রেখেছেন কিউই কোচ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা উইল ইয়ংয়ের অভিষেক হবে ক্রাইস্টচার্চে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত