এমন পারফরম্যান্স হতাশাজনক: মাহমুদউল্লাহ

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৩:৫৪

সাহস ডেস্ক

‘খুবই হতাশাজনক। আমাদের আরও অনেক ভালো করা উচিত ছিল। আমরা এর চেয়ে অনেক ভালো দল। সামনের ম্যাচে আমাদের যতটা বেশি সম্ভব মানিয়ে নিতে হবে’- বলেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দুদিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনেও প্রায় একটা সেশন খেলা হয়নি। এরপরও দু'সেশন হাতে রেখে পঞ্চম দিন সকালেই টেস্ট হার। ব্যর্থতা আর নিদারুণ হতাশার কথাই বলে। মাহমুদউল্লাহও সেটি গোপন করলেন না। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলে গেলেন, এমন পারফরম্যান্স হতাশাজনক।

নিজেদের ব্যটিংয়ে টানা ব্যর্থতা আছে। বোলাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। তার উপর ফিল্ডারদের হাতও ছিল পিচ্ছিল। ডাবল সেঞ্চুরিয়ান রস টেলরেরই দুটি ক্যাচ হাতছাড়া হয়েছে। মাহমুদউল্লাহ নিজেও ক্যাচ ছেড়েছেন। সেসব নিয়ে আক্ষেপই ঝরল টাইগার দলপতির কণ্ঠে।

‘আমি ক্যাচ ছাড়লাম (টেলরের), তারপর আরেকটা ক্যাচ পড়ল স্লিপে। ক্যাচগুলো নিতে পারলে গল্পটা অন্য হতে পারত।’

আপাতত যা হারিয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব নয় বাংলাদেশ দলের জন্য। টানা দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়। এবার ইনিংস ও ১২ রানের হার। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া সফরকারীরা। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট শুরু ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে হোয়াইটওয়াশ ঠেকানোর সুযোগ থাকছে। মাহমুদউল্লাহর চোখ সেদিকেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত