উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাওয়ে গোলে পিএসজিকে বিদায় জানিয়ে কোয়ার্টারে ম্যানইউ

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১৫:৩৪

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের দ্বিতীয় লেগে পিএসজির মাঠে ৩-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে লিগ থেকে বিদায় নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এর আগে প্রথম লেগে ম্যানইউর মাঠে ২-০ গোলে পিএসজির কাছে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

দুই লেগ মিলিয়ে দু’দলের ৩-৩ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম লেগে দুই অথবা তার বেশি গোলে পিছিয়ে থেকেও নকআউট পর্বে জয় পাওয়ার রেকর্ড গড়েছে ম্যানইউ। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ অ্যাওয়ে ম্যাচ জিতেছিল আট বছর আগে শালকের বিপক্ষে।

৬ মার্চ (বুধবার) দিবাগত রাতে দ্বিতীয় লেগে প্রাক ডি প্রিন্সেস স্টেডিয়ামে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ।

এদিন ঘরের মাটিতে দুর্দান্ত ছন্দে ছিল পিএসজি। শেষ ১৫ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা। ইতিহাস পিএসজির হয়ে কথা বললেও ম্যানচেস্টার ইউনাইটেড নতুন করে ইতিহাস তৈরি করলো।

প্রথম লেগে কাভানি-নেইমারবিহীন পিএসজির কাছে ২-০ গোলে হেরেছিল ম্যানইউ। এদিন পিএসজির হয়ে কাভানি থাকলেও ছিলেন না একাদশে। তবে প্রাক ডি প্রিন্সেস স্টেডিয়ামে কঠিন মিশন নিয়ে মাঠে নামে রেড ডেভিলসরা। ম্যাচের শুরুটা হয় গোল দিয়েই। কিছু বুঝে ওঠার আগেই ২ মিনিটের মাথায় পিএসজির ডিফেন্ডারের ভুল। টিলো কেয়ারের লক্ষ্যহীন ব্যাকপাসে বল পেয়ে যান রোমেলু লুকাকু। ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বুফনকে কাটিয়ে পিএসজির বিপক্ষে লিড এনে দেন এই বেলজিয়ান স্ট্রাইকার। 

তবে সমতায় ফিরতে সময় নেয়নি পিএসজি। ১২ মিনিটে দুর্বল ডিফেন্সের সুযোগে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল করতে ভুল করেননি জুয়ান বার্নাট। ১-১ গোলে সমতায় পিএসজি। দুই লেগ মিলে তখন পিএসজির লিড ৩-১ গোলের।

ম্যাচের ৩০ মিনিটে আবারও লিড নেয় ম্যানইউ। রাশফোর্ডের নেওয়া শট বুফন ধরতে ব্যর্থ হন। ফিরতি বল পিএসজির জালে জড়িয়ে লুকাকুর গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধে বলার মতোর আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

বিরতির পর বল দখলে নিয়ে খেলতে থাকে পিএসজি। ৫৫ মিনিটে গোলের দেখা পেয়েছিলেন ডি মারিয়া। তবে অফ সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচের ৮৪ মিনিটে গোলের আরো একটি সুযোগ পেয়েছিল স্বাগতিক দল। তবে এবার ব্যর্থ হন এমবাপ্পে।

ম্যাচের নাটকীয়তা তৈরি হয় শেষ মিনিটে। ম্যানইউ ডালটের নেওয়া শট পিএসজি’র ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। রেফারি কর্নারের সিদ্ধান্ত দেন। এরপর কি মনে করে যেন ভিডিও রিভিউতে যান রেফারি। সেখানে হ্যান্ডবলের কারণে কর্নারের সিদ্ধান্ত বদলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর তাতে গোল করতে ভুল করেননি রাশফোর্ড।

ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ। আর দুই লেগ মিলে ৩-৩ সমতায় ম্যাচ। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে প্রতিপক্ষের মাটিতে এক গোল বেশি করায় শেষ আট নিশ্চিত করে সুলশারে শিষ্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত