ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ সমঝোতায় উইন্ডিজ

প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ১৮:১০

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ৫ম ও শেষ ম্যাচে পেস বোলার ওশান থমাস ও ব্যাটিং ইউনিভার্স ক্রিস গেইলের নৈপুন্যে সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-২তে সমতায় ফিরেছে স্বাগতিক উইন্ডিজ। এর আগে প্রথম চার ম্যাচের দুইটিতে ইংল্যান্ড ও একটিতে উইন্ডিজ জয়ী হয়। তৃতীয় ওয়ানডেটি বৃষ্টিতে বন্ধ হয়ে যায়।

২ মার্চ (শনিবার) রাতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ইংলিশদের ৭ উইকেটে হারিয়েছে স্বগতিকরা। 

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওশান থমাসের পেস তোপে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন অ্যালেক্স হেলস ও জস বাটলার। 

উইন্ডিজের পেসার ওশান থমাস ৫টি, হোল্ডার ও ব্র্যাথওয়েট ২টি এবং কটরেল একটি করে উইকেট নেন। 

১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে গেইল তাণ্ডবে তিন উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ২৭ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস গেইল। যেখানে ৫টি চার ও ৯টি দৃষ্টিনন্দন ছয়ের মার ছিল। গেইল অর্ধশত রান করতে খরচ করেন মাত্র ১৯টি বল। যা ক্যারিবীয়দের হয়ে দ্রুত অর্ধশত রানের রেকর্ড। 

এর আগের রেকর্ডটি ছিল ড্যারেন স্যামির দখলে। ২০১০ সালে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ফিফটি করেন তিনি। 

গেইলের বিদায়ের পর ব্রাভো ও হেটমায়ার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। 

ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট পাওয়া ওশান হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। এবং সিরিজে দুর্দান্ত দুটি শতরানসহ ৪২৪ রান করে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার হাতে নিয়েছে ক্রিস গেইল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত