মোহামেডানকে হারিয়ে শীর্ষে আবাহনী

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

সাহস ডেস্ক

প্রিমিয়ার লিগে দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সহজ জয় তুলে নিয়ে শির্ষ স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। যদিও বৃষ্টির কারণে নির্ধারিত সূচি অনুযায়ী না হলে আজ লেখাটি অনুষ্ঠিত হয়।

২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানকে ৩-০ গোলে হারায় আবাহনী।

এদিন ম্যাচ শুরুর ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো আবাহনী। হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্টের ক্রসে ফরোয়ার্ড রুবেল মিয়া বক্সের ভেতরে বল পেয়েও পা ছোঁয়াতে পারেননি।

পরে ম্যাচের ৩৭ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন সানডে চিজোবা। ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের শট সাইড বারের নিচে লেগে ফিরে আসে, ফিরতি বলে পা লাগিয়ে সহজেই লক্ষভেদ করেন সানডে। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোল নিয়ে মাঠ ছাড়ে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৫৭ মিনিটে আরাবো গোল পেয়ে এগিয়ে যায় আবাহনী। সাউথ কোরিয়ার মিডফিল্ডার মিনহিয়োক কো বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

ঠিক ৩ মিনিট পর আবাহনীর জয় নিশ্চিত করেন বেলফোর্ট। রুবেল মিয়ার ক্রসে হাইতির এই ফরোয়ার্ডের হেড জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের দল।

আবাহনী ৯ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে। বসুন্ধরা কিংস দুই ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর মোহামেডান ৮ ম্যাচে আগের ৫ পয়েন্টে নিয়ে দশম স্থানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত