বসুন্ধরার জয়, ঢাকাই ফুটবলারদের প্রশংসায় বিশ্বকাপ তারকা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৪:০৬

সাহস ডেস্ক

ঘরোয়া ফুটবলে এবার অন্যতম চমক কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কোলিন্দ্রেস। ঢাকায় ফেডারেশন কাপে প্রথম ম্যাচ খেললেন কোস্টারিকার এই ফরোয়ার্ড কোলিন্দ্রেস। আর শুরুতেই বাজিমাত। মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে নবাগত বসুন্ধরা কিংস। এই বড় জয়ে একটি গোল করেছেন কোলিন্দ্রেস, আর তিনটি করিয়েছেন সতীর্থদের দিয়ে।

২৯ অক্টোবর (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে মোহামেডানকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

এমন পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত, ‘ঢাকায় খেলতে নেমেই গোল করতে পেরে আমি খুব খুশি। প্রথম ম্যাচ বলে শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে কিছুক্ষণের মধ্যে মানিয়ে নিয়ে নিজে গোল করেছি, অ্যাসিস্টও করেছি।’

দলের প্রশংসা করে কোলিন্দ্রেস বলেছেন, ‘বসুন্ধরা কিংস ভালো দল, তারা বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে সবুজ, জনি ও সুফিলের মতো ভালো খেলোয়াড় আছে।’

৫-২ গোলে জয় পাওয়া বসুন্ধরার চতুর্থ গোলটি নিজেই করতে পারতেন। কিন্তু নিজে না করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিয়াসকে দিয়ে করিয়েছেন কোলিন্দ্রেস। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘ভিনিয়াস কিছুটা নার্ভাস ছিল, গোল মিস করছিল। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই তাকে দিয়ে গোল করিয়েছি।’

কোলিন্দ্রেসের প্রশংসা করে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘দানিয়েল একটু অন্য ধরনের খেলোয়াড়, তার মুভগুলো ব্যতিক্রমী।’

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত