জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ০৩:৩১

সৌম্য-ইমরুলের সেঞ্চুরি ও সর্বোচ্চ জুটিতে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টানা তিন ম্যাচে জিতে জিম্ববুয়েকে হোয়াইটওয়াশ করায় স্বাগতিক বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

২৬ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বার দলটিকে বাংলাওয়াশ করল টিম টাইগার্স। ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার (১১৭) ও ইমরুল কায়েস (১১৫)।

বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল ২৮ রানে। এরপর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত হয়। এরপর শেষ ম্যাচে ৭ উইকেটের জয় এসেছে ৪৭ বল হাতে রেখে।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৫ উইকেটে ২৮৬ রান তোলে। জবাবে সৌম্য-ইমরুলের দুর্বার ব্যাটিংয়ে বাংলাদেশ ৪২.১ ওভারে দুর্দান্ত জয় পায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত