বিশ্বকাপে সেরাটা দেয়ার আত্মবিশ্বাস সালমার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১২:৪৪

সাহস ডেস্ক

আগামী ০৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাঠে গড়াতে যাচ্ছে ২০১৮ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে আজ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও উইন্ডিজের অচেনা পরিবেশ, আবহাওয়া থেকে শুরু করে উইকেট, সবই পুরোপুরি অচেনা। সেই চ্যালেঞ্জে জয়ের জন্য আগেভাগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিচ্ছে টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগেরদিন টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার আত্মবিশ্বাসের কথা জানিয়ে রাখলেন টিম টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।

আজ ২৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ রওনা হবেন সালমা-জাহানারারা। শুরুর দিনেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

১৫ দিনের বেশি সময় হাতে নিয়ে উইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ। বাড়তি প্রস্তুতিতে মানিয়ে নেয়ার সুযোগ। তাতে অচেনা পরিবেশে খাপ খাইয়ে বিশ্বকাপে ভালো করা সম্ভব বলে সংবাদ মাধ্যমকে জানালেন সালমা, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া এবং উইকেট নিয়ে আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভালো করবো।’

দেশ ছাড়ার আগে বিসিবির অনূর্ধ্ব-১৫ ছেলেদের দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মেয়েরা। প্রথম দুটিতে হার দেখলেও ভালো প্রস্তুতির কথাই জানালেন সালমা।

টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও একই গ্রুপে আছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল। কিন্তু বড় দলগুলোর ভিড়ে বাংলাদেশও যে এখন সমীহ করার মতো, সেটাই মনে করিয়ে দিলেন টাইগ্রেস অধিনায়ক।

‘গ্রুপ দুটোই বেশ শক্তিশালী, দুটো গ্রুপকেই শক্তিশালী করে দেখা হচ্ছে। এখন কিন্তু আমাদেরকে নিয়েও সবাই চিন্তা করে। আশা করছি সবকিছু মিলিয়ে আমরা খুব ভালো করবো। সবাইকে আশা দিতে পারি এবার।’

দলে আছেন রুমানা-কুবরাদের মতো বিশ্বমানের স্পিনার। স্পিন আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় এশিয়ার সেরারা, ‘আমাদের স্পিনাররা অনেক শক্তিশালী, এটা বলতেই হবে। এখন পেস বোলাররাও ভালো করছে। যদি পেস বোলার আর স্পিনারদের একসাথে ব্যবহার করা যায়, তাহলে পেস বোলাররা ভালো করবে। আবার স্পিনারদেরও ভালো করার সুযোগ আছে। আশা করি সবাই ভালো করবে।’

‘ওখানে তো যাচ্ছি এখন। উইকেট দেখব, এরপরে বলতে পারব ওখানকার উইকেটে স্পিনার কতোটা কাজে লাগাতে পারব। আশা করি স্পিনারদের দিয়ে কাজ করাতে পারব আমরা।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে সবগুলো ম্যাচেই। কিন্তু সেই সিরিজের হতাশা ভুলে পুরো দল এখন মানসিকভাবে অনেক পরিপক্ব বলে জানাচ্ছেন অধিনায়ক।

‘পাকিস্তানের সঙ্গে ম্যাচের পরে এখানে এসে আমরা ক্যাম্প করেছি। দুটো ম্যাচেও খেলেছি। আমাদের মেয়েরা অনেকেই কামব্যাক করেছে। ওই কামব্যাক আমাদের দরকার। যেহেতু ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে আমরা জিতে এসেছিলাম। এজন্য আমরা আত্মবিশ্বাসী। আশা করি আত্মবিশ্বাস নিয়েই সেখানে ভালো খেলব আমরা।’

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত