জিম্বাবুয়ের বিপক্ষে এক্সপেরিমেন্ট চালানো হবে: পাপন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:০১

সাহস ডেস্ক

২০১৯ সালের ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেট বিশ্বকাপ। বাকি মাত্র আর আট মাস। সেখানে ভারসাম্যপূর্ণ দল পেতে এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। সেই পথেই হাঁটছে বাংলাদেশ। বিসিবি বস নাজমুল হাসান পাপন জানালেন, আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দল নিয়ে এক্সপেরিমেন্ট চালানো হবে।

কদিন পরই তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুদলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিরিজে। তাতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে টাইগাররা।

ইনজুরি থাবায় বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দলের বাকি সিনিয়র ক্রিকেটার-মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও ইনজুরিতে। বিশ্বকাপ তো আছেই, সেই সঙ্গে শীর্ষ খেলোয়াড়দের চোটও সেই সুযোগ করে দিচ্ছে।

আজ ০৯ অক্টোবর (মঙ্গলবার) নিজ বাসায় সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘দল নিয়ে কিছু এক্সপেরিমেন্ট চালানো হবে। সামনে বিশ্বকাপ। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এ পরীক্ষা করা হবে।’

এক্সপেরিমেন্টটা কেমন? তা হলে কী সিনিয়রদের বিশ্রামে রেখে তরুণদের সুযোগ দেয়া হবে? পঞ্চপাণ্ডবের কাউকে কি তবে জিম্বাবুয়ের বিপক্ষে রেস্ট দেয়া হবে?

বিসিবি প্রধান বলেন, ‘যারা যাওয়া-আসার মধ্যে আছে প্রাথমিক স্কোয়াডে তারা থাকবে। নতুনদের ডাকা হবে। এদের মধ্যে কাউকে ভালো মনে হলে চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে।’ তবে সিনিয়র কাউকে বিশ্রাম দেয়ার কথা উল্লেখ করেননি পাপন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত