মার্জিয়া-আঁখিদের কাছে সব চাওয়া পূরণ হওয়ায় সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ১২:২১

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে রবিবার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলের অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল। মার্জিয়া-আঁখিদের কাছে সব চাওয়া পূরণ হওয়ায় সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী বলেন, ‘জিতলেই সেমিফাইনাল, সেটা মাথায় রেখে আমরা ম্যাচ খেলতে নেমেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল গোল গড় বাড়িয়ে নেওয়ার। যতটা সম্ভব বেশি গোল করার। দারুণ শুরু চেয়েছিলাম আমরা প্রথম ম্যাচেই।’

মেয়েদের কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘মেয়েরা তাদের শতভাগ দিয়ে খেলেছে। আমাদের যা পরিকল্পনা ছিল সব সফল করেছে তারা। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।’

আগামীকাল ০২ অক্টোবর (মঙ্গলবার) নেপালের বিপক্ষেও জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। গোলাম রব্বানী বলেছেন, ‘আমাদের পরের ম্যাচ নেপাল। তারা ভালো দল। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই তাদের বিপক্ষে নামব এবং জয়ের জন্য খেলব।’

দলের হয়ে সর্বোচ্চ ৭ গোল করা ফরোয়ার্ড স্বপ্নাও জানালেন সেই কথা, ‘এই ম্যাচে আমরা আরও গোল পেতে পারতাম। কিন্তু সুযোগ নষ্ট করেছি। পরের ম্যাচে নেপালের বিপক্ষে আমরা জয়ের জন্যই খেলব।’

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত