‘মেসিকে সময় দেয়া হোক বুঝেশুনেই সে সিদ্ধান্তটা নেক’

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪২

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন না লিওনেল মেসি। আদৌ জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না-এ নিয়েও নিশ্চিত কিছু বলছেন না। যেখানে যাচ্ছেন সেই একই বিষয়ে কথা বলতে হচ্ছে। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড জাভিয়ের স্যাভিওলার মতে, ‘এ বিষয়ে জানতে চেয়ে বিরক্ত না করে বরং মেসিকে আরও সময় দেয়া হোক। বুঝেশুনেই সে সিদ্ধান্তটা নেক।’

তিনি বলেন, ‘আমরা সবাই জানি; গেল বিশ্বকাপে প্রত্যাশানুযায়ী পারফরম করতে পারেনি আর্জেন্টিনা। এজন্য মেসিকে মোটেও দোষারোপা করা যাবে না। সে এখন দলের হয়ে খেলছে না। খেলবে কি না-তা নিয়েও কিছু বলছে না। তবু এ বিষয়ে জানতে চেয়ে তাকে বিরক্ত করা যাবে না। ওকে সময় দেয়া হোক। সবকিছু বুঝেশুনে সিদ্ধান্ত নেক ও (মেসি)।’

একসময় কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি-স্যাভিওলা। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দুজন। উভয়ই ছিলেন আলবিসেলেস্তেদের ভবিষ্যত তারকা। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি দ্বিতীয়জন। পেরেছেন প্রথমজন।

দলকে মেসির দেয়ার মতো আরো কিছু আছে বলে মনে করেন আন্তর্জাতিক ফুটবল আঙিনায় নিজেকে মেলে ধরতে না পারা স্যাভিওলা, ‘আশা করি; সে আবার আর্জেন্টিনার হয়ে মাঠ মাতাবে। আরেকটি বিশ্বকাপ খেলবে। এখনো দেশকে সোনালী ট্রফি এনে দেয়ার সক্ষমতা রয়েছে তার। যদি এর ব্যত্যয় ঘটে (অবসর নিয়ে নেয়), সেটি হবে তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আসলে জাতীয় দলের হয়ে খেলা না খেলাটা তার ব্যক্তিগত সিদ্ধান্তই।’

২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর অবসর নেন মেসি। পরে কোটি ফুটবলপ্রেমীর অনুরোধ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও দেশটির প্রেসিডেন্টের হস্তক্ষেপে প্রত্যাবর্তন করেন তিনি।

রাশিয়া বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি আর্জেন্টিনার। নকআউট পর্বে ডিফেন্ডিং (বর্তমান) চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত