রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশের মালিক রোনালদো

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

সাহস ডেস্ক

লা লিগার নবাগত ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানার ৫১ শতাংশ কিনে নিলেন ব্রাজিল গ্রেট রোনালদো। ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে নাম লিখলেন এই বিশ্বকাপ জয়ী নাম্বার নাইন। ৩ কোটি ইউরোতে ক্লাব প্রেসিডেন্ট কার্লোস সুয়ারেসের কাছ থেকে ভায়াদোলিদের অর্ধেকের বেশি মালিকানা নিজের করলেন রোনালদো।

ভায়াদোলিদের সিটি হলে এক সাদামাটা আয়োজনে নতুন মালিক হিসেবে পরিচিত হন রোনালদো। প্রেসিডেন্টের পদটিও তিনি পাবেন ধারণা করা হচ্ছে।

নতুন অধ্যায়ে পা রেখে রোমাঞ্চিত রোনালদো, ‘এর জন্য প্রস্তুত হতে আমার ফুটবল ক্যারিয়ারের অনেক পর্যায় পার হয়ে এসেছি। ফুটবল হচ্ছে ভালোবাসার একটা জায়গা। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা সম্ভাব্য সেরা দল প্রস্তুত করতে চাই।’ এই উন্নয়ন পরিকল্পনায় ভক্তদের পাশে চাইলেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা।

চার বছর পর গত জুনে লা লিগায় উন্নীত হয় ভায়াদোলিদ। আড়াই কোটি ইউরো দেনা নিয়ে স্প্যানিশ শীর্ষ লিগে প্রতিযোগিতা শুরু করেছে তারা। বর্তমান প্রেসিডেন্ট সুয়ারেসের বিশ্বাস, বেশির ভাগ মালিকানা কিনে নেওয়া রোনালদো ক্লাবকে আরও শক্তিশালী বানাবেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত