মেসির আরেকটি রেকর্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩১

সাহস ডেস্ক

লা লিগায় টানা তৃতীয় ম্যাচে হুয়েসকাকে হারিয়ে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে আরেকটি রেকর্ড গড়লেন বার্সেলোনা অধিনায় লিওনেল মেসি। লিগার নতুন দল হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে দারুণ এক কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক।

০২ সেপ্টেম্বর (রবিবার) রাতে ক্যাম্প ন্যুতে নবাগত ক্লাব ছে হুয়েসকাকে ৮-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে গোল করার মাধ্যমে লা লিগায় ৪০ দলের বিপক্ষে খেলে ৩৭টি ক্লাবের জালেই বল প্রবেশ করার বিরল এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যান। যেখানে লিগে এখন পর্যন্ত আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ৩৮৬।

স্প্যানিশ লিগে গতকাল ৩৩টি আলাদা দলের বিপক্ষে গোল করলেন রিয়ার মাদ্রিদের করিম বেনজেমা। পেছনে ফেলেন সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়ালে থাকতে লা লিগার ৩৩টি দলের বিপক্ষে খেলেছেন রোনালদো। এর মধ্যে গোল করেছেন ৩২ দলের বিপক্ষে।

স্পেনের শীর্ষস্থানীয় এই লিগে ৩৭টি আলাদা দলের বিপক্ষে গোলের রেকর্ডটা মেসির। ৩৫টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে দ্বিতীয় রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস ও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আরতিজ আদুরিজ। বার্সার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড হুলিও সালিনাস ৩৪টি দলের বিপক্ষে গোল করেছেন। ৩৩টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে চতুর্থ বেনজেমা, হুগো সানচেজ ও রাউল তামুদো।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত