জিদানের মতোই রিয়ালে যোগ দিচ্ছেন জাবি

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ১৬:৩০

সাহস ডেস্ক

হোসে মরিনহোর অনুরোধে প্রথমে উপদেষ্টা ও পরে সেই পথ ধরে রিয়াল মাদ্রিদের ইউরোপজয়ী কোচ হয়েছিলেন জিনেদিন জিদান। তবে জাবি আলোনসো উপদেষ্টা হচ্ছেন না, একবারে কোচ হয়েই ফিরছেন মাদ্রিদে।

২৮ আগস্ট (মঙ্গলবার) লস ব্লাঙ্কোসদের কিশোর দল ‘ইনফ্যান্ট এ’র দায়িত্ব নিয়েছেন জাবি। আগে থেকেই রিয়ালের সংরক্ষিত দল কাস্তিয়া ও ক্যাডেট ‘বি’ দলের দায়িত্বে আছেন দলটির দুই সাবেক খেলোয়াড় সান্তিয়াগো সোলারি ও রাউল গঞ্জালেজ।

চলতি বছরের মে মাসে উয়েফা কোচিং কোর্স শেষ করেছেন জাবি ও রাউল। এরপরই এই দুইজনের কাঁধে যুব দুই দলের দায়িত্ব নিশ্চিন্তে চাপিয়ে দিয়েছে রিয়াল।

চার বছর আগে মাদ্রিদ ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন জাবি। সেখানে বেশিরভাগ সময়টাই কেটেছে ডাগআউটে। এরপর আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়ে এখন কোচিংয়েই মনোনিবেশ করেছেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী তারকা।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত