৬ মাস পর পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৭:৫৫

সাহস ডেস্ক

প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে সবশেষ ফেব্রুয়ারিতে খেলেছিলেন নেইমার। প্রায় ৬ মাস পর আবার ক্লাবটির জার্সি পরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ট্রফি দেস চ্যাম্পিয়নস ম্যাচে যোগ দেওয়ার জন্য চীনে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

আগামী ০৪ আগস্ট (শনিবার) ট্রফি দেস চ্যাম্পিয়নস ম্যাচে দেখা যেতে পারে তাকে।

নতুন কোচ থোমাস টাখেলের অধীনে পিএসজির প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে এটা। শনিবার শেনঝেনে লিগ ওয়ান প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে তারা খেলবে।

পিএসজিতে নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল চমৎকার। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন তিনি। কিন্তু মার্শেইর বিপক্ষে ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পান, যেটা তাকে ছিটকে দেয় তিন মাসের মতো।

চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বিশ্বকাপে ফিরতে পেরেছিলেন নেইমার। টুর্নামেন্টে কেবল দুটি গোল করেন তিনি। দলের ষষ্ঠ শিরোপার মিশনে ছিটকে যেতে হয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত