তারকা খেলোয়াড়দের ছায়ায় ঢাকা পড়ছে তরুণেরা

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৭:১৯

সাহস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেকের অভিষেকই উজ্জ্বল। কিন্তু শুরুর ঔজ্জ্বল্য ধীরে-ধীরে হারিয়ে ফেলেছেন তারা। কেন তরুণরা ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না? জাতীয় মহিলা ক্রিকেট দলের ‘মেন্টর’ নাজমুল আবেদিন ফাহিমের ধারণা, তারকা খেলোয়াড়দের ছায়ায় ঢাকা পড়েই ‘সর্বনাশ’ হচ্ছে তরুণদের। বিসিবির এই অভিজ্ঞ কোচ অবশ্য নিজেদের দায়ও স্বীকার করে নিলেন। 

২৯ জুলাই (রবিবার) সংবাদ মাধ্যমকে তিনি বললেন, ‘ক্রিকেটার তৈরির ক্ষেত্রে আমাদেরও কিছু ভুল আছে। তরুণদের যেভাবে ট্রিট করা দরকার, আমরা তা করি না। ওদের আমরা সিনিয়রদের ছায়ার নিচে রেখে দেই। কিন্তু সাকিব-তামিম-মাশরাফিদের ছায়া থেকে তরুণরা দ্রুত বের হতে না পারলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে না।’

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট আর ওয়ানডে সিরিজে তরুণদের পারফরম্যান্স হতাশাজনক। প্রথম টেস্টে নুরুল হাসান সোহানের ৬৪ রান ছাড়া বলার মতো ইনিংস নেই। ওয়ানডে সিরিজে তরুণদের মধ্যে সর্বোচ্চ ইনিংস এনামুল হক বিজয়ের, ২৩! অফস্পিনার মেহেদী হাসান মিরাজের অবশ্য বল হাতে পারফরম্যান্স ভালো। টেস্ট সিরিজে নিয়েছেন ১০ উইকেট। তিনটি ওয়ানডেতে তিন উইকেট নিলেও তার ওভার প্রতি রান মাত্র ৪.০৬।

নাজমুল আবেদিনের ধারণা, পরিশ্রম করতে অনাগ্রহের কারণে তরুণ ক্রিকেটাররা সাফল্য পাচ্ছে না, ‘বর্তমান ক্রিকেটাররা সাকিব-তামিমদের চেয়েও মেধাবী। কিন্তু ওদের মধ্যে উদ্যমের অভাব দেখা যায়। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি-রিয়াদকে আমরা যতটা পরিশ্রম করতে দেখি, তরুণদের কারও মধ্যে তা দেখি না।’

তরুণ ক্রিকেটারদের প্রতি তার উপদেশ, ‘সুযোগ কাজে লাগানোর জন্য পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নেওয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ঘরের মাঠ। যারা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখে, তাদের সব সময় আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের মতো চলতে হবে।’

এ প্রজন্মের ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার আহ্বানও জানালেন নাজমুল আবেদিন, ‘দলের এক থেকে ১১ নম্বর খেলোয়াড়ের মধ্যে লিডারশিপ থাকতে হবে, প্রত্যেককে লিডার হিসেবে মাঠে নামতে হবে। ভবিষ্যতে সাকিব-মাশরাফি-মুশফিকরা থাকবে না। তাদের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনের জন্য এখন থেকেই গড়ে তুলতে হবে তরুণদের।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত