সিরিজ জয় এশিয়া কাপে কাজে দিবে: মাশরাফি

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৫:৫৯

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ২-১ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়কে এশিয়া কাপে  আত্মবিশ্বাসের রসদ হিসেবে দেখছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

জয়ের জন্যে মরিয়া মাশরাফি ম্যাচের পর জানালেন সে কথা, ‘আমাদের এই জয়টা প্রয়োজন ছিল। আপনি যদি শেষ কয়েক মাসের ফলাফল বিবেচনা করেন, তাহলে এই জয়ের জন্যে আমরা মরিয়া ছিলাম। এই সিরিজ জয় এশিয়া কাপে আমাদের প্রেরণা হিসেবে কাজে দেবে।’

সেন্ট কিটসে বাংলাদেশের জয়টা ছিল ১৮ রানের। পুরো ম্যাচে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মাশরাফি, ‘ক্রিকেট সব সময়ই  মনস্তাত্ত্বিক খেলা। শেষ ম্যাচটি হেরে গেছি। কিন্তু আমার মনে হয় ছেলেরা আজকে অতি মাত্রায় পেশাদার ছিল। ওরা সবাই ভালোর ছোঁয়াতে ছিল।’

সিরিজ জিতলেও ভুল গুলো পুরোপুরি মুছে ফেলতে পারছেন না মাশরাফি। তিনি মনে করেন এই জয় কোনওভাবেই দলের খাদগুলো লুকাতে পারবে না, ‘আমার মনে হয় না সিরিজ জয়ই সব কিছু। কারণ আমাদের অনেক জায়গা আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের ফিল্ডিং নিয়ে বেশি মনোযোগী হতে হবে।’

৩০১ রানের বিশাল স্কোর করতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। সঙ্গী হয়ে স্কোর বোর্ড সমৃদ্ধ করেছেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ  ও মাশরাফি। সিনিয়ররা ভূমিকা রাখলেও জুনিয়রদের আরও দায়িত্ব নেওয়ার পক্ষে মাশরাফি, ‘তামিম-সাকিব ও মুশফিক সবাই ভালো  ছিল। জুনিয়রদের এখন এগিয়ে আসতে হবে।’

বাকিরা যেখানে নড়বড়ে পরিস্থিতি সামলাতে ব্যর্থ ছিল উল্টো দিকে পেসার রুবেল হোসেন ছিলেন ব্যতিক্রম। পুরো পরিস্থিতি সামলে গেইলকে বিদায় দিয়ে খেলায় ফেরান বাংলাদেশকে। সেই রুবেলকে কৃতিত্ব দিলেন মাশরাফি,‘আমার মনে হয় রুবেল দারুণ কাজ করেছে। ওই সময় গেইলকে সরানো গুরুত্বপূর্ণ ছিল। কারণ সে রানের চাকা সচল রাখছিল।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত