ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন জুভেন্টাস

প্রকাশ : ১০ মে ২০১৮, ১৬:৪৭

সাহস ডেস্ক

ইতালিয়ান কাপ ফাইনালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। এই জয় নিয়ে রেকর্ড টানা চার মৌসুম কাপটি জিতল প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল জুভেন্টাস। এটি ছিল তাদের ১৩তম ইতালিয়ান কাপ। সিরি ‘এ’র দুই ম্যাচ থেকে জুভেন্টাসের আর একটি পয়েন্ট দরকার। তাহলেই টানা সপ্তম স্কুদেত্তো জিতবে আজ্জুরিররা।

০৯ মে (বুধবার) এসি মিলানকে ৪-০ গোলে হারিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধ গোল করতে পারেনি কোনও দল। তবে ম্যাচের ৫৬ মিনিটে মিরালেম পিজানিচের ক্রস থেকে মেদি বেনাতিয়ার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৬১ মিনিটে জুভেন্টাসকে গোল উপহার দেন মিলান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। দগলাস কোস্তা ডিবক্স থেকে শট নেন, সেটা ঠেকানো খুব কঠিন কিছু ছিল না দোনারুমার জন্য। কিন্তু তরুণ এই গোলরক্ষক সহজ শটটি ঠেকাতে পারেননি। দ্বিতীয় গোল খাওয়ার চার মিনিট পর মারিও মানজুকিচের হেড থেকে বেনাতিয়ার শট তাকে বোকা বানিয়ে জড়ায় জালে।

মিলানের শোচনীয় হারের শেষ গোলটি আসে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে। পিজানিচের কর্নার হেড করে নিজেদের জালে জড়ান নিকোলা কালিনিচ। 

এতে এসি মিলানকে ৪-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় জুভেন্টাস।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত