ইংল্যান্ডের বিপক্ষে রস টেলরের সেরা ইনিংসে সমতায় নিউজিল্যান্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৮:২৭

সাহস ডেস্ক

ইংল্যান্ডের হাত থেকে সিরিজ বাঁচাতে হলে জিততেই হতো স্বাগতিক নিউজিল্যান্ডকে। আর এ লক্ষে ক্যারিয়ারের সেরা অপরাজিত ১৮১ রানের দানবীয় এক ইনিংস খেলে সিরিজ রক্ষা করল নিউজিল্যান্ডের মেডেলঅর্ডার রস টেলর। 

আজ ০৭ মার্চ (বুধবার) ডানেডিন ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৫ রান করেন ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ জেসন রয় ওপেনার ৪১ বলে ৫ চার ২ ছয়ে ৪২ রান, ওপেনার জনি বেয়ারস্টো ১০৬ বলে ১৪ চার ৭ ছয়ে ১৩৮ রান এবং জো রুট ১০১ বলে ৬ চার ২ ছয়ে ১০২ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ইশ সোধি ৪টি, ট্রেন্ট বোল্ড ও কলিন মানরো ২টি করে এবং টিম সাউথি ১টি উইকেট নেন।

৩৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেন নিউজিল্যান্ড। মাঠে নেমে শুরুতেই তিন ওভারে মাত্র ২ রানে হারিয়ে বসে ২ উইকেট! এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৮ বলে ৩ চার ১ ছয়ে ৪৫ রান, অপরাজিত রস টেলর ১৪৭ বলে ১৭ চার ৬ ছয়ে ১৮১ রান এবং টম ল্যাথাম ৬৭ বলে ২ চার ৩ ছয়ে ৭১ রান করেন।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ টম কুরান ২টি এবং ক্রিস ওয়াকেস, মার্ক উড ও বেন স্টোক ১টি উইকেট নেন।

৫ ম্যাচের সিরিজে চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২-২ সমতায় ফিরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন রস টেলর।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত