ফতুল্লায় মাশরাফির হ্যাটট্রিকে আবাহনীর জয়

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৮:৪১

সাহস ডেস্ক

২০১৮ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরটাকে নিজের করে নিয়েছেন জাতীয়দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টুর্নামেন্টে মাশরাফির দুর্দান্ত হ্যাটট্রিকসহ ছয় উইকেট এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে হেরেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

আজ ০৬ মার্চ (মঙ্গলবার) ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে মাশরাফির আবাহনী।

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান করেন আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ নাজমুল হোসেন শান্তর ১২৩ বলে ১১ চার ৩ ছয়ে ১৩৩ রান এবং মোহাম্মদ মিথুন ৩৮ বলে ৩ চার ১ ছয়ে ৪৬ রান করেন।

অগ্রণী ব্যাংকের হয়ে সর্বোচ্চ আল আমিন হোসাইন ও সালমান হোসাইন ২টি এবং শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক ১টি করে উইকেট নেন।

২৯১ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৯ রান করেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার শাহরিয়ার নাফিস ১১৯ বলে ১৩ চার ৩ ছয়ে ১২১ রান, রাজা আলী দার ৮০ বলে ৫ চারে ৬২ রান এবং ধিমান ঘোষ ২৭ বলে ৪ চার ২ ছয়ে ৪৬ রান করেন।

আবাহনীর হয়ে সর্বোচ্চ মাশরাফি ৬টি, আরিফুল হাসান সবুজ ২টি এবং মানান সর্মা ও সানজামুল ১টি করে উইকেট নেন।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১ রানে জিতেছে আবাহনী। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসাইন শান্ত।

ডিপিএলে ‘নড়াইল এক্সপ্রেস’ই এখন পর্যন্ত সেরা বোলার। আবাহনীর জার্সিতে এই আসরে মাঠে নেমে আট ম্যাচে মাশরাফি তুলে নিয়েছেন ২৫ উইকেট।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত