তৃতীয় ওয়ানডেতেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল

প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৭:৫৭

সাহস ডেস্ক

পশ্চিমবঙ্গ সফরে তৃতীয় ওয়ানডেতে কলকাতার সিএবি একাদশকে ৫৭ রানে হারিয়ে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দল।

তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হ‌‌য় চন্দননগরের শহিদ কানাইলাল ক্রীড়াঙ্গনে (কুঠির মাঠ)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করে সিএবি একাদশ।

ব্যাট হাতে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৭৫ বলে ৮১ রান করে। তার অধিনায়কোচিত ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা। ৪১.৫ ওভারে ২৩৭ রানে তারা অলআউট হয় সফরকারিরা।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮০ রান তোলে সিএবি একাদশ। রাব্বি বল হাতে দুই উইকেট নেয়। তিন জন রান আউট হয়।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, ১৭ এবং ১৯ দলের নির্বাচক তথা টাইগারদের সাবেক জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার বলেন, ‘মূলত ছেলেদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই এই সফর। টিমের ছেলেরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলছে। তবে এই বাংলায় খেলতে এসে মনেই হচ্ছে না বিদেশে খেলছে। সবাই খুব উপভোগ করছে সফর।’

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল বাঁকুড়া এবং খড়্গপুরে ওয়ানডে ম্যাচ জিতেছে। দু’টি তিন দিনের ম্যাচের ফয়সালা এখনো হয়নি।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত