আবারো ড্র করল বার্সেলোনা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২

সাহস ডেস্ক

আবারো ড্র করল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে হতাশ হলো বার্সেলোনার দল। লা লিগায় গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করল এরনেস্তো ভালভারদের শিষ্যরা। এনিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করলো তারা।

১১ ফেব্রুয়ারি (রবিবার) গেতাফে গোলশূন্য ড্রয়ে রুখে দিলো কাতালান জায়ান্টদের। আগের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল এরনেস্তো ভালভারদের শিষ্যরা।

প্রথমার্ধ একেবারে বাজে কেটেছে বার্সেলোনার। লক্ষ্যে একটিও শট নিতে পারেনি তারা। ২০১২ সালের এল ক্লাসিকোর পর প্রথমবার প্রথম ৪৫ মিনিটে একটিও শট নিতে ব্যর্থ হলো তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে লুই সুয়ারেস জালে বল পাঠান, কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।

বার্সেলোনা লক্ষ্যে শট নিয়েছিল ৬টি। সবগুলোই হয়েছে লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধে ফিলিপ কৌতিনিয়োকে দুইবার রুখে দেন গেতাফে গোলরক্ষক গুয়াইতা। ইনজুরি সময়ে সুয়ারেসের হেড চতুরতার সঙ্গে মাঠের বাইরে পাঠালে স্বাগতিকদের শেষ চেষ্টা ব্যর্থ হয়।

২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বার্সেলোনা। তবে টানা তিন ম্যাচ জেতা অ্যাতলেতিকো মাদ্রিদ (৫২) তাদের সঙ্গে ৭ পয়েন্টে ব্যবধান কমালো। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল।

লা লিগায় আগের চার ম্যাচে বার্সেলোনা গেতাফের জালে বল পাঠিয়েছিল ১৬ বার, গড়ে চারটি করে। সেই গেতাফের বিপক্ষে লক্ষ্যভেদ করতে পারলো না তারা। অগণিত সুযোগ নষ্ট করার খেসারত তারা দিলো দুই পয়েন্ট হারিয়ে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত