অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৬

সাহস ডেস্ক

২০১৮ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মঞ্জত কালরার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা।

০৩ ফেব্রুয়ারি (শনিবার) মাউন্ট মাঙ্গানুইয়ে ৮ উইকেটে জয় পায় ভারত যুবারা। 

এ নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত। ফেভারিট হিসেবে নিউজিল্যান্ডের আসর শুরু করে শিরোপা জিতে মিশন শেষ করেছে পৃথিবী শাও’রা। 

শনিবার টুর্নামেন্টটির ফাইনালে অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে অলআউট হয়ে যায় ২১৬ রানের। দলের হয়ে সর্বোচ্চ করেন জোনাথান মারলো ১০২ বলে ৬ চারে ৭৬ রান ও পরম উপ্পল ৫৮ বলে ৩ চারে ৩৪ রান।

ভারতীয় যুবারা বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন ইশান পোরেল, শিবা সিং, কমলেশ নাগরকোটি ও অনুকূল রায়।

২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মঞ্জত কালরার সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পথে সর্বোচ্চ করেন ওপেনার অপরাজিত মঞ্জত কালরার ১০২ বলে ৮ চার ৩ ছয়ে ১০১ রান ও অপরাজিত হার্ভিক দেসাই ৬১ বলে ৫ চারে ৪৭ রান।

সহজ এই লক্ষ্য ৬৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যান অব দি ম্যাচ হয়েছেন মানজুত কালরা এবং ম্যান অব দি সিরিজ হয়েছেন শুবমান জিল।

সাহস২৪.কম/খান/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত