শ্রীলংকার সামনে রানের পাহাড়

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪২

সাহস ডেস্ক

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ৫১৩ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

০১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের টেস্ট খেলা চলছে।

ডাবল সেঞ্চুরির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারেননি মুমিনুল হক। আজ টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর তৃতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান তিনি। আগের দিন অপরাজিত ১৭৫ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ১ রান। রঙ্গনা হেরাথের বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন মুমিনুল। 

এরপর দ্রুতই আরও ২ উইকেট হারানোয় পাঁচ শ রান তোলার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু অস্টম উইকেটে মাহমুদউল্লাহ–সানজামুলের ৫৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ালেও লক্ষ্য ছোঁয়া নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ৪৬৭ রান। দ্বিতীয় সেশনের প্রথম বলেই টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। অন্যপ্রান্তে ২৪ রান নিয়ে তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন সানজামুল ইসলাম। কিন্তু দ্বিতীয় সেশনে দ্বিতীয় ওভারেই সান্দাকানের বলে স্টাম্পিংয়ের শিকার হন সানজামুল (২৪)। দ্বিতীয় দিন থেকেই স্পিনবান্ধব হয়ে ওঠা উইকেটে তার আগে দারুণ লড়াই করেছেন মাহমুদউল্লাহ–সানজামুল। সকালের সেশনে ৪৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে পথভ্রষ্ঠ বাংলাদেশকে পথে ফেরান তাঁরা।

মুমিনুলের পর মোসাদ্দেক হোসেন নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৭তম ওভারে সেই হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক (৮)। মেহেদী হাসান মিরাজ (২০) ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে ৩ রান নিতে গিয়ে রানআউট হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ৫০৯ রান। 

পরে মোস্তাফিজ ব্যাট হাতে (৮) রান করে লাকমালের বলে পিকারের তুলবন্ধি হন। টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ (৮৩*) রানে অপরাজিত থেকে যায়। 

শ্রীলংকার সামনে ৫১৩ রানের পাহাড় গড়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

সাহ২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত