টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো ভারত

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫০

সাহস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে অনেক নাটক শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে নিয়েছে ভারত। টেস্টে শীর্ষে থাকার প্রতীক ‘গদা’ নিজেদের দখলেই রেখেছে ভারত।

২৭ জানুয়ারি (শনিবার) জোহানেসবার্গ টেস্টে স্বাগতিকদের ৬৩ রানে হারিয়েছে সফরকারী ভারত। 

দক্ষিণ আফ্রিকাকে শেষ এই টেস্টে হারানোর ফলে তারা হোয়াইটওয়াশও এড়িয়েছে। আর তাতে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা অক্ষুণ্ন রেখেছে ভারত। একই সঙ্গে টেস্টে শীর্ষস্থান ধরে রাখার প্রতীকটাও রাজদণ্ডের ‘গদা’ নিজেদের করে নিয়েছে আবার।

কাট অফ তারিখের আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলে আইসিসি কর্তৃক শীর্ষে থাকার প্রতীক হিসেবে রাজদণ্ডের প্রতীক ‘গদা’ দিয়ে থাকে আইসিসি। সঙ্গে থাকে আর্থিক পুরস্কার। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, কাট অফ তারিখের আগেই শীর্ষ স্থান ধরে রাখবে ভারত। তাতে ১০ লাখ ডলারও হাতে পাবে বিরাট কোহলির দল। এর আনুষ্ঠানিকতা অবশ্য সম্পন্ন হবে পরে। ২০১৬ সালেও টেস্টে শীর্ষে থাকার প্রতীক হিসেবে ‘গদা’ পেয়েছিল ভারত।

দক্ষিণ আফ্রিকা মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্টে জয় পেলেও শীর্ষে থাকবে ভারতীয় দল। 

আইসিসি টেস্ট র‌্যাংকিং

র‌্যাংকিং দল পয়েন্ট

১-ভারত-১২১(-৩)
২-দক্ষিণ আফ্রিকা-১১৫(+৪)
৩-অস্ট্রেলিয়া-১০৪
৪-নিউজিল্যান্ড-১০০
৫-ইংল্যান্ড-৯৯ 
৬-শ্রীলঙ্কা-৯৪
৭-পাকিস্তান-৮৮
৮-ওয়েস্ট ইন্ডিজ-৭২
৯-বাংলাদেশ-৭২
১০-জিম্বাবুয়ে-১

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত