স্বাগতিকদের বিপক্ষে সহজ জয় শ্রীলংকার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৩২

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে সহজ জয় তুলে নিলো শ্রীংকার। 

২৫ জানুয়ারি (মঙ্গলবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রীকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৮২ করেন মাশরাফি বাহিনী।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম ৫৬ বলে ১ চারে ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ সাব্বির ১২ বলে ২ চারে ১০ রান।

শ্রীলংকার হয়ে বল হাতে সুরাঙ্গা লাকমাল ৩ উইকেট এবং দুসমানথা চামিরা, তিসারা পেরেরা ও লাকসান সান্দাকান ২টি করে  উইকেট নিয়েছেন।

মাত্র ৮৩ রানের তার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ১১.৫ ওভারে সহজ জয় তুলে নেয় হাতুরুসিংহের বাহিনী।

এই নিয়ে দলীয় সর্বনিম্ন ৯ম স্কোর বাংলাদেশের।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৫৮ রান। ২০১১ সালের ৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮.৫ ওভারে এত স্বপ্ল সংগ্রহে গুটিয়ে গিয়েছিল সাকিব আল হাসানের দল। দ্বিতীয়টিও তাই। ২০১৪ সালে এই মিরপুরেই ১৭.৪ ওভার খেলে ৫৮ রানে থেমেছিল টাইগারদের ইনিংস। একই বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দলীয় ৭০ রানে গুটিয়ে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ দেখেছিল লাল-সবুজের দল।

চতুর্থটি ২০০৮ সালে। ডারউইনে স্বাগতিক অজিদের কাছে ৭৪ রানে ধরাসায়ী হয়েছিল মোহাম্মদ আশরাফুল বাহিনী। পঞ্চম সর্বনিম্ন ২০০২ সালে শ্রীলঙ্কায়। স্বাগতিকদের বোলিং তোপ ৩০.১ ওভারে ৭৬ রানে থামিয়েছিল সফরকারী বাংলাদেশকে। ষষ্ঠটিও তাই। তবে এখানে টাইগাররা ওভার খেলেছিল ২৭.৩।

সপ্তমটি ৭৭ রান। ২০০২ সালে কলম্বোয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকুল্যে এই সংগ্রহ করতে সক্ষম হয়েছিল খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন বাংলাদেশ। অষ্টমটি ৭৮ রান। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার কাছে এই শের-ই-বাংলায় ৭৮ রানে সাকিবদের ধস নেমেছিল।

আর নবমটি এল সেই শের-ই-বাংলায় ৮২ রান। এদিকে প্রায় চার বছর পর একশ রানের নিচে অল-আউট হলো বাংলাদেশ।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত