তথ্য চুরির সংকেত দেবে যে ব্রাউজার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:১৪

সাহস ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন লিংকে প্রলোভনে পড়ে ঢুকে যান অনেকে। আর সেখান থেকে বেহাত হয়ে যায় ল্যাপটপ, পিসি বা ফোনের সব তথ্য।

ব্যবহারকারীদের এই সমষ্যা থেকে মুক্তি দিতে মজিলা ফায়ারফক্স ৭০ নামে নতুন একটি ব্রাউজার লঞ্চ করেছে। যেটি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক প্লাটফর্মের জন্য কাজ করবে। 

মজিলা ব্রাউজারে অ্যাড করা সোশ্যাল মিডিয়া ট্রেকার যুক্ত করেছে। এতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্ট্রাগ্রাম, টুইটার, ইউটউব, লিংকডইন’র মতো প্লাটফর্মগুলোতে আসা যেকোনো ট্র্যাকিং রিকোয়েস্ট রিজেক্ট ও বক্ল করে দেবে।

একইভাবে গুগল ক্রোমও ব্রাউজারে অ্যাড করেছে পাসওয়ার্ড চেকআপ টুল। তবে সাম্প্রতিক খবর হলো, জার্মানিতে যুক্তরাষ্ট্রের তথ্য নিরাপত্তা দপ্তর দাবি করেছে- ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা ইডিজিই’র চেয়ে অধিকতর নিরাপদ মজিলা ফায়ারফক্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত