মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৫:৪৫

সাহস ডেস্ক

বিশ্বের ইন্টারনেট বঞ্চিত জনগোষ্ঠীকে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে মহাকাশে তিন হাজারের বেশি স্যাটেলাইট বসানোর পরিকল্পনা নিয়েছে বাণিজ্য প্রতিষ্ঠান আমাজন।

‘প্রজেক্ট কুইপার’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। প্রকল্পটির প্রধান লক্ষ্য পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

জানা যায়, কুইপার প্রজেক্ট পৃথিবীর নিম্ন কক্ষপথে একগুচ্ছ কৃত্রিম উপগ্রহ বসানোর জন্য বেজোসের মহাকাশসম্পর্কিত সর্বশেষ উদ্যোগ। এর মধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা দেওয়া সম্ভব হবে। এ জন্য মহাকাশে পাঠানো হবে ৩ হাজার ২৩৬টি কৃত্রিম উপগ্রহ।

ব্রডব্যান্ড ইন্টারনেটের আগামী প্রজন্মের সেবা দেওয়ার জন্য আমাজন অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দিয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ‘ব্লু অরিজিন’ নামের একটি মহাকাশ প্রকল্পে ১ বিলিয়ন ডলার ব্যয় করেছেন।

এ ধরনের সেবা নিয়ে কাজ করছে লিওস্যাট ও কানাডার টেলেস্যাটের মতো প্রতিষ্ঠান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত