রোজ গাছ পুঁত রে

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১২:২২

মোস্তাফিজুল হক

হরদিন সন্তাপ, নেই তাও বৃষ্টি!
দরদর ঘাম ছুট, জ্বলছেও দৃষ্টি!
নেই সেই জংলার রূপ-চাকচিক্য
কোত্থাও নেই সেই শান্তির বৃক্ষ!

নারকেল গাছটার রূপ ঠিক ভিন্ন,
তৃষ্ণায় ডাব কই? নেই তার চিহ্ন!
বটগাছ নেই আর মাঠটার পার্শ্বে,
থইথই জল নেই তার চারপার্শ্বে।

নৌকার ঘাট আর নেই খাল ছন্দে,
সব আজ লয়হীন স্বার্থের দ্বন্দ্বে।
প্রস্থের রোড-ঘাট আজ গাছশূন্য
কার্বন বৃদ্ধির চাপ তাই গুণ্য।

কোত্থাও নেই আজ তৃপ্তির শান্তি,
গ্রীষ্মের দিন তাই দিচ্ছেও ক্নান্তি।
রাস্তার দুইধার রোজ গাছ পুঁত রে..
উদ্যোগ চাই ফের সার্বিক সূত্রে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত