বাবার আদেশ

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৫:৫৩

কবির কাঞ্চন

বাবার আদেশ বাবার মতো থাকতে হবে সৎ
সত্য সদা মানতে হবে হলেও ভিন্নমত। 

বাধাঁর পাহাড় ভেঙে ভেঙে হতে হবে বীর
দুঃসময়ে থাকতে হবে খুবই ধীরস্থির।

দেখতে হবে দু’চোখ ভরে বিশ্বজগতটাকে
অজানাকে জানতে হবে জীবন চলার বাঁকে।

শিখতে হবে শেখার মতো জ্ঞানপিপাসু হয়ে
অলসতা ছাড়তে হবে ক্ষণিকের দুখ সয়ে।

রুখতে হবে অশুভকে শক্তি সাহস দিয়ে
মানবতায় জাগতে হবে মানবিক গুণ নিয়ে।

হাসতে হবে সবার সুখে কাঁদতে হবে দুখে 
জীবনযুদ্ধে জিততে হবে অহমিকা রুখে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত