মোস্তাফিজুল হক-এর ছড়া 'হাট-বার সন্ধ্যায়'

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১৭:৫৬

সাহস ডেস্ক

হাট-বার সন্ধ্যায় লেট তিন ঘণ্টা,
রাস্তায় লোক নেই, খুব উৎকণ্ঠা!
মামদোর সাতভাই থাপ্পড় মারবে,
ভয় হয় নিশ্চয় শোলমাছ কাড়বে।

শ্যাওড়ার গাছটায় সাত ভাই দস্যি,
মন্ত্রের বোলচাল ঠিকঠাক নস্যি।
একখান চোখ আর শিঙময় কাল্লা;
একরূপ, একজোট- দ্যায় বেশ শাল্লা।

জংলার মস্তান দরবেশ মোল্লা,
রক্তিম দুইচোখ বাপ্পীর গোল্লা!
'ভাইসাব, শুনছেন?' ডাক দ্যায় এম্‌নে
'একলাই এই পথ হাঁটছেন ক্যাম্‌নে?'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত