x

এইমাত্র

  •  লন্ড‌নে নিজ বাসা থেকে অর্থমন্ত্রীর জামাতার মরদেহ উদ্ধার
  •  নুরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা
  •  হাসপাতালে ভর্তি করোনা রোগীরা দ্রুত মারা যাচ্ছেন: আইইডিসিআর
  •  জ্বর আসেনি, ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসক
  •  লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়তে পারে

১০০ লোকেশনে হবে আমিরের শুটিং

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭

হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক নিয়ে ‘লাল সিং চাড্ডা’ রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন আমির খান। জানা গেছে, ছবির শুটিং করা হবে ভারতের ১০০টি স্থানে।

কোনো দৃশ্য স্টুডিওতে ধারণ করা হবে না। স্টুডিও সেটআপে শুটিং করতে পছন্দ করেন না আমির। স্ক্রিপ্টের প্রয়োজনেই ১০০টি লোকেশন নির্বাচন করা হয়েছে শুটিং এর জন্য। দিল্লী, গুজরাট, মুম্বাই, কলকাতা, বেঙ্গালোর, হায়দরাবাদসহ আরও অনেক যায়গায় শুটিং হবে।

‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করবে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং। আর ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর। তবে একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে আমিরকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত