আবারও ডক্টরেট শাহরুখ খান

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:২৫

সাহস ডেস্ক

বলিউড অভিনেতা শাহরুখ খান বেডফোর্ডশায়ার এবং এডিনবারগ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। সে তালিকায় যুক্ত হলো আরও একটি ‘ডক্টরেট’ ।

লন্ডনের ইউনিভার্সিটি অব ল’ থেকে ডক্টরেট পেলেন  শাহরুখ। এবার মানবপ্রীতিতে সাম্মানিক ডক্টরেট দেওয়া হলো তাকে।  ৪ এপ্রিল, বৃহস্পতিবার লন্ডন ইউনিভার্সিটি অব ল’র গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে শাহরুখকে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের একটি ছবি শেয়ার দিয়ে টুইটারে সুপারস্টার শাহরুখ খান লিখেছেন, ‘এই সম্মানের জন্য আইন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এবং স্নাতক শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা। এই সম্মান মীর ফাউন্ডেশনে আমাদের দলকে আরো উৎসাহিত করবে।’

শাহরুখ খান বলেছেন, ‘আমি বিশ্বাস করি, দাতব্য সব সময় নীরবে ও মর্যাদার সঙ্গে করা উচিত। দাতব্য সম্পর্কে ফলাও করে জাহির করলে এটি উদ্দেশ্য হারায়। সমাজে আমার অবস্থান ব্যবহার করে তেমনই কিছু ভালো কাজ করতে চাই।’

অতীতে শাহরুখ খান পোলিও সচেতনতা প্রচারাভিযান ও জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গেও কাজ করেছেন। ক্যানসার আক্রান্তদের সহায়তার জন্যও কাজ করেন এই কিং খান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত