হিন্দু উগ্রবাদীদের তোপের মুখে নাসিরউদ্দিন শাহ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৭

সাহস ডেস্ক

‘ভারতে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মারা যাওয়ার ঘটনা। আর এতেই ক্ষেপেছেন গেরুয়ারা’- বলেছেন বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহ।

নাসিরউদ্দিন শাহ ভারতে কথিত গো-রক্ষকদের হাতে নিরপরাধ মানুষ থেকে শুরু করে পুলিশ নিহতের সমালোচনা করায় উগ্রবাদী হিন্দুদের তোপের মুখে পড়েছেন। হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের হুমকির কারণে তিনি শুক্রবার রাজস্থানের আজমীর শহরে একটি অনুষ্ঠান যেতে পারেননি নাসির শাহ।

তিনি আরও বলেন, ‘সমালোচনা শুনতে আমি রাজি। তারা যদি আমার সমালোচনা করার অধিকার রাখে, আমারও সেই একই অধিকার রয়েছে। আমি যে দেশটাকে ভালবাসি, যে দেশে আমি থাকি, তার জন্য উদ্বেগ থেকেই ওই কথাগুলো বলা। এটা কি অপরাধ?’

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আমি আর আমার স্ত্রী দুজন দুই ধর্মের থেকে এসেছিলাম। কিন্তু আমাদের সন্তানদের কোনও ধর্মই পালন করাইনি আমরা। কিন্তু এখন চিন্তা হয়, কাল যদি একদল মানুষ আমার সন্তানদের ঘিরে ধরে জানতে চায় যে ওরা হিন্দু না মুসলমান, তাহলে তো তারা কোনও জবাব দিতে পারবে না। এই পরিস্থিতিটার উন্নতি খুব তাড়াতাড়ি হবে বলে মনে হয় না। একবার যে জ্বিন বোতল থেকে বেরিয়ে গেছে, তাকে আবার বোতলে ফেরত পাঠানো কঠিন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত