চবির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০১:৫৫

সাহস ডেস্ক

করোনা পরিস্থিতির অবনতি ও কঠোর লকডাউন ঘোষণা করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 

এ অবস্থায় চবি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের চারটি বাস করে শিক্ষার্থীদের ঢাকায় পৌঁছে দেয়া হবে। বাসগুলো আজ দুপুর ১২টায় জিরো পয়েন্ট (স্মরণ চত্বর) থেকে ছাড়বে।

শনিবার (২৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রক্টররা অংশগ্রহণ করেন।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, কঠোর লকডাউন ঘোষণা করায় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন থেকে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, দূরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার জন্য ২৭ জুন দুপুর ১২ টায় চবি প্রক্টরের তত্ত্বাবধানে চারটি বাস শিক্ষার্থীদের নিয়ে চবি ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার সায়েদাবাদ পর্যন্ত বাসগুলো যাবে।

চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ঢাকাগামী  শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট রুটের শিক্ষার্থীরা যেতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড সাথে রাখতে হবে। আমরা প্রক্টরিয়াল বডি এ কর্মকাণ্ড পরিচালনা করব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত