অনার্স পরীক্ষার ফল প্রকাশের আগেই ২৭০০ শিক্ষার্থীর উত্তরপত্র চুরি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১৭:০৬

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত বিভিন্ন কলেজের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ২৭০০ শিক্ষার্থীর উত্তরপত্র চুরি হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের আগেই শুক্রবার দুপুরে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্টোররুমের তালা ভেঙে এসব উত্তরপত্র চুরির ঘটনা ঘটে। 
এ ঘটনায় করা মামলায় একই কলেজের স্নাতক শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে চুরি হওয়া খাতাগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইফফাত আরা বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।
গত ২৩ মার্চ বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত অনিক (১৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ছিটপাড়া গ্রামের মিজানের ছেলে এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহারের বরাত দিয়ে এসআই নাজমুল হক বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ২০২২ সালের পরীক্ষা ২০২৪ সালে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি। ওই পরীক্ষার বিভিন্ন কলেজের উত্তরপত্র নিরীক্ষণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় হতে সংগ্রহ করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান পরীক্ষক ইফফাত আরা এবং তার সহকর্মী সহযোগী অধ্যাপক মো. শাহাদাত হোসেন। তারা উত্তরপত্রগুলো ৩৯টি বস্তায় ভর্তি করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টোররুমে তালাবদ্ধ করে রাখেন। এর মধ্যে ১৯ বস্তায় ছিল ইফফাত আরার এবং ২০ বস্তায় ছিল শাহাদাত হোসেনের নামে ইস্যুকৃত উত্তরপত্র। এছাড়া অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ২০২১ সালের পরীক্ষার উত্তরপত্র বস্তা ভর্তি করে একই স্টোর রুমে রেখেছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদা সিকদার। শুক্রবার দুপুরে কয়েকজন যুবক তালা ভেঙে স্টোররুম থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষার ১০ বস্তা অর্থাৎ দুই হাজার ৭০০টি উত্তরপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে বাসন থানায় মামলা করেন ইফফাত আরা।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফাহিম আসজাদ বলেন, ‘মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে শনিবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকার কাজিমদ্দিন চৌধুরী স্কুলের পাশের সড়কে অভিযান চালিয়ে অনিক নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ বস্তা উত্তরপত্র উদ্ধার করা হয়। চুরির ঘটনায় তার সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
সহযোগী অধ্যাপক ও প্রধান পরীক্ষক ইফফাত আরা বলেন, ‘উত্তরপত্রগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে ৩৯টি বস্তায় ভর্তি করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টোররুমে তালাবদ্ধ করে রাখা ছিল। এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান পরীক্ষক মো. শাহাদাত হোসেনের নামে ইস্যুকৃত উত্তরপত্র ছিল। এছাড়া অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ২০২১ সালের পরীক্ষার বিপুল সংখ্যক উত্তরপত্র একই স্টোররুমে রাখেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা সিকদার। এ ঘটনায় শুক্রবার রাতেই থানায় মামলা করা হয়েছে। পরদিন সকালে উত্তরপত্রগুলো স্থানীয় একটি দোকানে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে এক শিক্ষার্থী ধরা পড়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বিএম আব্দুল হান্নান বলেন, ‘শুক্রবার দিনের বেলায় স্টোররুমের তালা ভেঙে উত্তরপত্র চুরির ঘটনা ঘটেছে। পুলিশ এখনও বিষয়টি নিয়ে তদন্ত করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত