ঢাবির প্রশ্নপত্র ফাঁস: অনশনরত আখতার হাসপাতালে

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৮, ১৬:২৮

সাহস ডেস্ক

ফাঁস হওয়া প্রশ্নের আলোকে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত আখতার হোসেনকে হাসপাতালে নেয়া হয়েছে। টানা ৫০ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে অনশন শুরু করেন আখতার। গত দুই দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।

আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানি তার অনশন ভাঙাতে আসেন। তিনি আখতারের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাকে অনশন ভাঙতে অনুরোধ করেন। কিন্তু আখতার কোনোভাবেই অনশন ভাঙতে চাচ্ছিলেন না।

এসময় তাকে সাদ্দাম হোসাইন ও প্রক্টরিয়াল টিমের অন্যান্য সদস্য বোঝানোর চেষ্টা করেন। কথোপকথনের এক পর্যায়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন আখতার। ঘন ঘন কাশি, হাত-পা ছোঁড়াছুড়ি করতে থাকেন। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত