নষ্ট করি, ভালোবাসি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:০৮
শামস্ আলদীন
তোমার জন্য লিখছি না বলি কিন্তু প্রতিক্ষণই লিখতে হয় তোমাকে।
তোমাকে ভাবছি না কিন্তু সবসময়ই তোমার মাঝে আমার বসবাস ও দীর্ঘশ্বাস।
শ্বাসাঘাতের তীব্রতার নামই তুমি।
সেই তুমি আমার মন বাধা
আমার যাতনা
আমার মধ্য বয়সের একটু অপেক্ষার ক্লান্ত দুপুর।
রাগ করি না, অপেক্ষা করি
সহ্য করি, ভালোবাসি।
বিশেষ করে হারানো সুরে নতুন রেশে।
বড্ড বেশি নষ্ট করি
নষ্ট হতে ভালোবাসি।
নষ্ট করি নষ্ট নামক নাষ্টামিকে।
বড্ড বেশি ভালোবাসি।