বাবাকে মারপিটের অভিযোগে ছেলের কারাদণ্ড

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৩১

সাহস ডেস্ক

ঠাকুরগাঁওয়ে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুর রহমান মিঠুন ওই গ্রামের খৈয়বুর রহমানের ছেলে।

জানা যায়, আজিজুর রহমান মিঠুন তার বাবার কাছে এক হাজার টাকা চায়। ছেলের দাবি পূরণে অপারগতা প্রকাশ করে খৈয়বুর। এতে মাদকাসক্ত ছেলে ক্ষিপ্ত হয়ে তার বাবাকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে বাবার হাত ভেঙে যায়। এ সময় স্থানীয় লোকজন মিঠুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান গিয়ে ঘটনার সত্যতা পায় এবং বাবাকে পিটিয়ে জখম করার অপরাধে মিঠুনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত