৩৪ গুম নিয়ে জাতিসংঘকে জবাব দিবে বাংলাদেশ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২২:১৮

সাহস ডেস্ক

বিভিন্ন সময়ে গুম হওয়া ৩৪ জন ব্যক্তির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে জবাব দিবে বাংলাদেশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটিকে জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, দুনিয়ার কম বেশি সব দেশেই গুম হয়। তবে তারা (জাতিসংঘ) ভারতকে কিছু বলে না। পাকিস্তানকে কিছু বলে না। আমরা তাদের বেশি পাত্তা দেই। তাই তারা আমাদের অনবরত হ্যামার করে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ১ হাজার ৩৪ জন গুম হয়েছে। কই তারা তো এটা নিয়ে কিছুই বলে না। তবে আমাদের কাছে তারা যেটা জানতে চেয়েছে আমরা জবাব দেব।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। চিঠিতে চারটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখে বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ৩৪ জন ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

পরবর্তীতে গত ১৪ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উক্ত ৩৪ গুম হওয়া ব্যক্তির তালিকা তৈরি করে তা পুলিশের বিশেষ শাখা এসবিতে পাঠায় তদন্ত করতে।

সাহস২৪.কম/জেএস/এসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত