শেরপুরে পৌষ মেলায় মাছ বিকোচ্ছে লাখ টাকায়

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১০

সাহস ডেস্ক

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০ বছর ধরে বসছে মাছের মেলা। এই মেলায় মূল আকর্ষণ ছিল হাকালুকি হাওর থেকে ধরে আনা ৬০ কেজি ওজনের একটি কাতল। যার দাম উঠেছে ১ লাখ ২০ হাজার টাকা।

১৩ জানুয়ারি (রবিবার) তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন বড় সাইজের চিতল, রুই, আইড় ও কাতল মাছের পসরা সাজিয়ে বসেছেন দুই শতাধিক দোকানি।

৬০ কেজি ওজনের কাতল মাছটির মালিক হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুর রহমান।

আব্দুর রহমান জানান, ‘হাকালুকি হাওর থেকে কাতল মাছটি মেলায় বিক্রি করার জন্য কিনে এনেছেন। মাছটির আনুমানিক বয়স ১০-১২ বছর। কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে এসেছেন তিনি।’

মেলা উপলক্ষে এলাকার ঘরে ঘরে নিমন্ত্রণ করা হয়েছিল আত্মীয়স্বজনকে। মেলা থেকে বড় বড় মাছ কিনে সমাদর করা হয়েছে জামাইদের। জামাইরাও মেলা থেকে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি গেছেন নিমন্ত্রণ খেতে।

মেলা কমিটির সভাপতি ওলিউর রহমান জানান, ‘এই মেলায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল, রুই, আইড় ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রতি বছরেই এই মেলায় ১৬-১৭ কোটি টাকার মাছ বিক্রি হয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত