নওয়াজ ও তার মেয়েকে মুক্তি দেয়ার নির্দেশ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬

সাহস ডেস্ক

কিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করে তার মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। নওয়াজ শরিফের আপিলের ভিত্তিতে বুধবার এমন আদেশ দেন আদালত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। চলতি বছর নওয়াজ শরীফ, তার মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে কারাদণ্ড ঘোষণা করে দুর্নীতিবিরোধী আদালত।

লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একাউন্টিবিলিটি আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের সশ্রম কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবু ধাবি হয়ে দেশে ফিরে গ্রেফতার হলে নওয়াজ ও মরিয়মকে আদিয়ালা জেলে পাঠায় আদালত। একই মামলায় দণ্ড পাওয়া মরিয়মের স্বামী ক্যাপ্টেন (অব) সফদার আলীও একই কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত