অস্ত্র রফতানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, রাশিয়া দ্বিতীয়

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৬:৪৩

সাহস ডেস্ক

বিশ্বে অস্ত্র রফতানিতে পাঁচ বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে পরাশক্তির চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সুইডেনের ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ দুটি দেশ সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে।

গত পাঁচ বছর সারা বিশ্বের এক-তৃতীয়াংশ অস্ত্র রফতানি করেছে যুক্তরাষ্ট্র। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্তও আমেরিকা অস্ত্র রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছিল। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে মার্কিন গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানি ২৭ ভাগ বেড়েছে।

ওই প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক করপোরেশনগুলোও বিপুল অর্থ আয় করছে। পিস রিসার্চ ইন্সটিটিউট এর তালিকায় ২০১৬ সালে শীর্ষ অস্ত্র বিক্রেতা কোম্পানির স্থানটি অর্জন করেছে স্টকস ফর লকহিড মার্টিন।

২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটির অস্ত্র বিক্রির পরিমাণ ক্রমাগত বেড়েছে। পিস রিসার্চ ইন্সটিটিউট এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টকস ফর বোয়িং কোম্পানিটি। ২০১৩ সাল থেকে এ কোম্পানিরও অস্ত্র বিক্রি বেড়েছে।

সাহস২৪.কম/রনি/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত