রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছেন আসাদ!

প্রকাশ : ২৭ জুন ২০১৭, ১৫:৫০

সাহস ডেস্ক

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্ভবত রাসায়নিক অস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছেন। এর পরিণামে ব্যাপক গণহত্যার মতো পরিস্থিতি হবে। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, এমন হামলা হলে সিরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

মঙ্গলবার (২৭ জুন) বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত এপ্রিলে রাসায়নিক হামলার আগে যে ধরনের তৎপরতার তথ্য এসেছিল, এবারও একই ধরনের কর্মকাণ্ডের খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

সিরিয়ায় ওই হামলায় বহু লোক নিহত হয়েছিল। এর পরই সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

এএফপির খবরে জানানো হয়, হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি যে ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গিদের নির্মূলে যুক্তরাষ্ট্র সিরিয়ায় রয়েছে। আসাদ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে আরেকবার গণহত্যা চালায়, তাহলে আসাদ ও তার সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত