ক্যারিবীয় বোর্ডের ওপর ব্রাভো-সামিদের ক্ষোভ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:৫৮

সাহস ডেস্ক

ঝড়ে কবলিত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের স্টেডিয়াম সংস্কারের সহায়তায় প্রীতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে আইসিসি বোর্ড। এই প্রীতি টুর্নামেন্টে রাখা হয়নি ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিদের। এমন টুর্নামেন্টে খেলতে না পারার আক্ষেপ চেপে রাখেননি ব্রাভো। দীর্ঘ দিন ধরে ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিদের সঙ্গে বোর্ডের সম্পর্ক ভালো নয়। 

ব্রাভো মনে করেন, ক্যারিবীয় জনগণকে সহায়তা করার সুযোগ থেকে তাদের বঞ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নিজের ক্ষোভটা উগড়ে দিয়েছেন এক সাক্ষাৎকারে, ‘আমাদের ক্যারিবীয় জনগণকে সহায়তা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এমন চ্যারিটি ম্যাচে খেলতে মুখিয়ে ছিলাম।’

বোর্ডের এমন আচরণের জবাবদিহি চেয়েছেন ব্রাভো। এমনকি জনগণকে নিজেদের খেলার বিষয়টিও জানিয়েছেন জোর দিয়ে, ‘আমরা এখন চুক্তিবদ্ধ বা নির্বাচিত কোনও খেলোয়াড় নই। তারপরেও লোকজনকে জানাতে চাই এই ম্যাচে খেলতে আমরা পুরোপুরি আগ্রহী ছিলাম। এরপরেও আমাদের কেন নির্বাচন করা হলো না- তার জবাব চাই।’

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। স্টেডিয়াম দুটি পুরোপুরি মেরামত করতেই ৩১ মে বিশ্ব একাদশের বিপক্ষে হচ্ছে এমন প্রীতি ম্যাচ। যেখান থেকে প্রাপ্য টাকা যাবে স্টেডিয়াম সংস্কারে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচের নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা। অবশ্য ড্যারেন স্যামিদের মতো পুরনো তারকাদের এখনও বাতিলের খাতায় রেখে দিয়েছে বোর্ড। 

এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন ড্যারেন স্যামিও, ‘খেলোয়াড়দের কাছে টানতে এর চেয়ে ভালো সুযোগ আর কী ছিল? এমন পরিস্থিতিতে তারা নিজেদের অহংটাকে গিলে ফেলার চেষ্টা করতে পারতো, বিশ্বকাপ জয়ী দলটাকে একসঙ্গে করার চেষ্টা করতে পারতো। এমনকি শেষবারের মতো হলেও চেষ্টা করতে পারতো।’

দুর্যোগ কবলিত এলাকায় ব্যক্তিগত সহায়তা পাঠিয়েছেন স্যামি। এমনকি স্থানীয় চ্যারিটি ম্যাচে খেলে অর্থ সংগ্রহ করেছেন। সেই কথা স্মরণ করে সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ফান্ড সংগ্রহে কাজ করেছি। ডমিনিকায় খাবার ও পানি সরবরাহ করেছি। এমনকি ত্রিনিদাদে চ্যারিটি ম্যাচেও খেলেছি। তাই এই ম্যাচে খেলতে মুখিয়ে ছিলাম।’

এমন ঘটনার পেছনে বোর্ডের অহং যে কাজ করেছে তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্র্যাভের কথাতেই স্পষ্ট, ‘তাদের অংশ নিতে বলা হয়নি। ব্রাভোকে বেশ কয়েকবার খেলতে বলা হলেও সে রাজি হয়নি। তাই তার কাছে তো বার বার গিয়ে খেলায় অংশ নেওয়ার কথা বলতে পারি না। সে নিজেও আমাদের এখানে খেলার ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেছে। ব্রাভোর সবশেষ অবস্থান জানতে আমাদের সঙ্গে কথা বলতে বলেছি।’

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত