১৫৭৪ প্রতিষ্ঠানের সবাই পাস

প্রকাশ : ০৬ মে ২০১৮, ১৭:৫০

সাহস ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ৬৯২টি কমেছে। আর সবাই ফেল করেছে- এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৬টি।

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৫৭৪টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ২৬৬টি।

এ বছর দেশের ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বোর্ডে ২০৬টি, ঢাকা বোর্ডে ১৮৪টি, দিনাজপুর বোর্ডের ৮৪টি, কুমিল্লা বোর্ডের ৭৪টি, যশোর বোর্ডের ৭৩টি, বরিশাল বোর্ডের ৫০টি,  চট্টগ্রাম বোর্ডের ২৭টি এবং সিলেট বোর্ডের ২৩টি। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৭৫৭টি এবং কারিগরি বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

শতভাগ ফেল করা ১০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর বোর্ডে ৫টি, ঢাকা ও বরিশাল বোর্ডে তিনটি করে এবং যশোর ও রাজশাহী বোর্ডে একটি। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে।

প্রসঙ্গত, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১০ শিক্ষ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত