জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবি’র কর্মসূচি

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৭, ১০:১২

সাহস ডেস্ক

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী। 

বিভিন্ন রাজনৈতিক, সামিাজিক ও সংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালন করবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। 

আজ  রবিবার (২৭ আগস্ট) বাদ ফজর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরানখানি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে তারা সকাল সোয়া ৭টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত