পাওয়ার প্লে তে ইংল্যান্ড শিবিরে তাসকিনের আঘাত

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ১৩:০২

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করছে ইংল্যান্ড। শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে শেষে ১২ তম ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

প্রথম ওয়ানডেতে স্পিনে প্রথম সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এলো পেস অ্যাটাকে। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ২৫ রানে তাসকিন আহমেদের বলে ফিরে যান ফিল সল্ট। ইংলিশ এই ওপেনার করেন ৭ রান।

তাসকিনের করা অফ স্ট্যাম্পের বল সল্টের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেই ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন আগের ম্যাচের জয়ের নায়ক ডেভিড মালান।

ব্যক্তিগত প্রথম ওভার করতে এসেই কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তাসকিন। জেসন রয় আউটসাইড-এজড হয়েছিলেন, সেটি গেছে একমাত্র স্লিপের নাগালের বাইরে দিয়েই। ভালোই অস্বস্তিতে ফেলেছেন রয়কে। দ্বিতীয় ওভার করতে এসে ভালো বোলিংয়ের পুরস্কার পেয়ে গেলেন টাইগার স্পিডস্টার। প্রথম পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫১ রান। 

ঘরের মাঠে হার দিয়ে সিরিজ শুরু করেছে টিম বাংলাদেশ। সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই মুশফিক-তামিমদের। তাই ম্যাচ জয়ের মিশন নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টাইগার বাহিনী। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়। এদিকে, ম্যাচের আগের দিন অনুশীলনে মুশফিকের পাওয়া চোট চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবে এখনও তার খেলা নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, জয় দিয়ে সিরিজ শুরু করায় বেশ নির্ভার বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজে এগিয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে ছিলো থ্রি-লায়নরা। সফরকারীদের মতো ম্যাচের আগের দিন অনুশীলন করেনি বাংলাদেশও।

ওয়ানডেতে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও বেশ চাপে রয়েছে স্বাগতিকরা। তাই এদিন সিরিজ বাঁচাতে হলে সর্বোচ্চটা দিতে হবে সাকিব-তামিমদের।

সাহস২৪.কম/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত